কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার দুপুরে ডিসির ওপর দিয়ে উড়ে যাওয়া ব্যক্তিগত বিমানটির সঙ্গে কোনো সংযোগ স্থাপন করা যায়নি। সেটি ডিসির সংরক্ষিত আকাশসীমায় ঢুকে এলোমেলোভাবে উড়ছিল। সেটিকে তাড়া করতে কয়েকটি এফ-সিক্সটিন যুদ্ধবিমান পাঠানো হয়। এরপরই বিমানটি ভার্জিনিয়ার জর্জ ওয়াশিংটন ন্যাশনাল ফরেস্টের কাছে বিধ্বস্ত হয়।
ঘটনা তদন্তে সোমবার কাজ শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।
এদিন দুপুরে যুদ্ধবিমানগুলো থেকে প্রচণ্ড শব্দ শোনা যায় ডিসি ও এর আশপাশের এলাকাগুলোতে। এর কিছু সময় পরই বিধ্বস্ত হয় ফ্লোরিডাভিত্তিক এনকোর মোটরসের ব্যক্তিগত বিমান সেসনা ফাইভ সিক্সটি।
এনকোর মোটরসের পরিচালক জন রাম্পেল জানান, বিমানটিতে তার মেয়ে, ২ বছর বয়সী নাতনি ও তার ন্যানি ছিলেন। তারা নর্থ ক্যারোলাইনা থেকে নিউ ইয়র্কের ইস্ট হ্যাম্পটনে নিজ বাড়িতে ফিরছিলেন। বিধ্বস্তের পর থেকে পাইলটসহ তাদের কারও হদিস মিলছে না।