তবে ইযরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র অভিচে অ্যাড্রে দাবি করেন, সিরিয়া থেকে ইয়রায়েলকে লক্ষ করে একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইযরায়েলি যুদ্ধবিমান সেটি প্রতিহত করেছে। পাশাপাশি যুদ্ধবিমানগুলো অন্যান্য লক্ষ্যবস্তুতেও আক্রমণ করে।
এর আগে শনিবার অ্যাড্রে এক টুইটে বলেন, সিরিয়া থেকে ছোড়া বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইজরায়েলের মধ্য আকাশে বিস্ফোরিত হয়।
ইযরায়েল সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়ার বিমানবন্দর ও বিমানঘাঁটিতে হামলা জোরদার করেছে।
ইযরায়েলের সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, সিরিয়ায় ইরানের ক্রমবর্ধমান অনুপ্রবেশ ঠেকাতেই ইযরায়েলের এ হামলা।