বৃষ্টি বিঘ্নিত ফাইনালে আগে ব্যাট করে চার উইকেটে ২১৪ রানের বড় সংগ্রহ গড়ে টাইটানস। বৃষ্টি আইনে সুপার কিংসের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রানের। পাঁচ উইকেট অক্ষত রেখে শিরোপা জিতে নেয় তারা।
১১ এর বেশি আস্কিং রেটে ব্যাট করতে নামা সুপার কিংসের সব ব্যাটারই ঝড়ো ব্যাট চালিয়েছেন। ওপেনিংয়ে রুতুরাজ গায়কোয়াড়ের ১৬ বলে ২৬ ও ডেভন কনওয়ের ২৫ বলে ৪৭ রানের ইনিংস দারুণ শুরু এনে দেয় সুপার কিংসকে
ঝড়ো ব্যাটিং অব্যাহত রাখেন ১৩ বলে ২৭ রান করা আজিঙ্কা রাহানে ও আট বলে ১৯ রান করা আম্বাতি রাইডু।
২১ বলে ৩২* রান করা শিভাম দুবে ও ছয় বলে ১৫* রান করা রভিন্দ্র জাদেজা শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জয় পাইয়ে দেন।
শেষ ওভারে জয়ের জন্য সুপার কিংসেরর দরকার ছিল ১৩ রান। শেষ দুই বলে এক ছক্কা ও এক চার হাঁকিয়ে খেলা শেষ করে দেন জাদেজা।
এর আগে, টস হেরে ব্যাট করতে নামা গুজরাত টাইটানসকে বড় সংগ্রহ এনে দেয় ঋদ্ধিমান সাহা ও সাই সুদর্শনের হাফ সেঞ্চুরি।
৩৯ বলে ৫৪ রান করেন সাহা আর সুদর্শনের ব্যাট থেকে আসে ৪৭ বলে ৯৬। হার্দিক পান্ডিয়া ২১ ও শুভমান গিল ৩৯ রান করেন।