টস জিতে বুধবার অস্ট্রেলিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানান ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে চমৎকার শুরু করেন ডেভিড ওয়ার্নার।
সঙ্গী উসমান খোয়াজা (১৭) জশ টংয়ের বলে আউট হলেও আক্রমণাত্মক খেলা থামাননি এ ওপেনার। ৮৮ বলে ৬৬ রান করে টংয়ের বলে আউট হন ওয়ার্নার।
এরপর মারনাস ল্যাবুশেইনকে নিয়ে তৃতীয় উইকেটে অজিদের ইনিংস বড় করা শুরু করেন স্টিভেন স্মিথ।
জুটিতে ১০২ রান যোগ করে ওলি রবিনসনের বলে আউট হন ল্যাবুশেইন (৪৭)। অন্যপ্রান্তে হাফ সেঞ্চুরি তুলে নেন স্মিথ।
ট্র্যাভিস হেডের সঙ্গে জুটি গড়ে যোগ করেন ১১৮ রান। হেড ৭৭ রান করে আউট হলেও দিনশেষে ৮৫ রানে অপরাজিত থাকেন স্মিথ।
খেলার শেষ ঘণ্টার এক ওভারে হেড ও ক্যামেরন গ্রিনকে (০) আউট করেন জো রুট।
ক্যারিয়ারে ৯ হাজার টেস্ট রানের মাইলফলক ছুঁয়ে অপরাজিত থাকেন স্মিথ। তার সঙ্গী অ্যালেক্স ক্যারি খেলছেন ১১* রানে।
ইংল্যান্ডের হয়ে টং ও রুট ২টি ও রবিনসন একটি উইকেট নেন।