চায়নার প্রেসিডেন্টের সঙ্গে বিল গেটসের সাক্ষাৎ

টিবিএন ডেস্ক

জুন ১৬ ২০২৩, ১৮:০৭

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বিল গেটস। ছবি: সংগৃহীত

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বিল গেটস। ছবি: সংগৃহীত

  • 2

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ও চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবারে এক বৈঠক করেছেন। কয়েক বছরের মধ্যে চায়না এই প্রথম কোন পশ্চিমা ব্যবসায়ীর সঙ্গে এমন প্রকাশ্য বৈঠক করেছে।

বিশ্বের ৫ম ধনী ব্যক্তি গেটস ২০১৯ সালের পর এই প্রথম চায়নাতে ব্যবসায়িক সফরে গিয়েছেন।

বৈঠকের সময় প্রেসিডেন্ট শি জিনপিং বিল গেটসকে চায়না ও অ্যামেরিকার সম্পর্কের উন্নয়নের আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি যে অ্যামেরিকা ও চায়নার সম্পর্কের ভিত্তি জনগণ। আমি অ্যামেরিকার জনগণের কাছে আশা রাখছি।’

শি জিনপিং বিল গেটসকে বলেন, ‘তিন বছর পর আপনাকে দেখে আমি অনেক খুশি। এ বছর আমি প্রথম অ্যামেরিকান বন্ধুকে দেখেছি।’

গেটস ফাউন্ডেশনের বিবৃতি অনুসারে,সংক্রামক ব্যাধি যক্ষা ও ম্যালেরিয়ার ওষুধ উদ্ভাবন ও চিকিৎসার জন্য গবেষণায় চায়নাকে ৫০ মিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রতি দিয়েছে বিল গেটসের পারিবারিক দাতব্য সংস্থা ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’। অনুদানের প্রতিশ্রুতি দেয়ার একদিন পর শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

পশ্চিমা প্রযুক্তি জায়ান্টদের মধ্যে চায়নাতে এখনো পর্যন্ত গেটসের মাইক্রোসফট কোম্পানিটি টিকে আছে।


(2) মন্তব্য

মন্তব্য করুন