স্ত্রী-সন্তানসহ ৬ জনকে হত্যার পর আত্মহত্যা করেন ম্যাকফ্যাডেন

টিবিএন ডেস্ক

মে ৪ ২০২৩, ২০:৩৬

মরদেহগুলো বাড়ির আশপাশ থেকে সোমবার উদ্ধার করা হয়। ছবি: এপি

মরদেহগুলো বাড়ির আশপাশ থেকে সোমবার উদ্ধার করা হয়। ছবি: এপি

  • 0

ওকলাহোমার হেনরিয়েটায় একটি বাড়ির আশপাশ থেকে উদ্ধার করা ৭ মরদেহের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

নিহতদের একজন ধর্ষণ মামলায় কারাভোগ করা জেসি ম্যাকফ্যাডেন, তার স্ত্রী, তাদের তিন সন্তান ও সন্তানদের দুই বন্ধু।

পুলিশ জানিয়েছে, ছয় জনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেন ম্যাকফ্যাডেন।

আরও পড়ুন: নিখোঁজ দুই কিশোরীকে খুঁজতে গিয়ে মিলল ৭ মরদেহ

ওকমুলজি পুলিশ চিফ জো প্রেন্টিস জানান, নিহতদের প্রত্যেকের মাথায় নাইনএমএম পিস্তলদিয়ে এক থেকে তিনবার গুলি করা হয়েছে। মরদেহগুলো ম্যাকফ্যাডেনের বাড়ি থেকে কয়েক মিটার দূরের বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া যায়।

১৭ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের দায়ে ২০০৩ সালে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিলে ৩৯ বছর বয়সী জেসি ম্যাকফ্যাডেনকে। ভাল আচরণ করায় তিন বছর  আগে তাকে মুক্তি দেয়া হয়।

সবশেষ এক কিশোরীর কাছে নগ্ন ছবি চাওয়ার অভিযোগে তার বিরুদ্ধে আদালতে মামলা চলছিল।


0 মন্তব্য

মন্তব্য করুন