প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের প্রচারের কেন্দ্র হবে ডেলাওয়্যার

টিবিএন ডেস্ক

জুলাই ১৮ ২০২৩, ২৩:৪০

বাইডেনের নির্বাচনি প্রচারের সদর দফতর হবে ডেলাওয়্যার। ছবি: সংগৃহীত

বাইডেনের নির্বাচনি প্রচারের সদর দফতর হবে ডেলাওয়্যার। ছবি: সংগৃহীত

  • 0

প্রেসিডেন্ট জো বাইডেন ডেলাওয়্যারের উইলমিংটনকে তার পরবর্তী নির্বাচনি প্রচারের কেন্দ্রস্থল করছেন ।

বাইডেনের ২০২৪ সালের নির্বাচনি প্রচারের দল মঙ্গলবার জানায়, প্রেসিডেন্ট কয়েক দশক ধরে যেখানে বসববাস করছেন সেটিই হবে তার নির্বাচনি প্রচারের সদর দফতর।

প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, ‘আমার পারিবারিক মূল্যবোধ, আমার অফুরন্ত প্রত্যাশা এবং মধ্যবিত্ত অ্যামেরিকানদের প্রতি আমার অটুট বিশ্বাস- সবকিছু আমি আমার বাড়ি- আমার ডেলাওয়্যার থেকে পেয়েছি। তাই পুনঃনির্বাচনের প্রচারের জন্য সদর দফতর হিসেবে ডেলাওয়্যারের চেয়ে ভালো জায়গা আর নেই।’

বাইডেন এর আগে ডেলাওয়্যারের প্রতিনিধিত্বকারী সেনেটর হিসেবে প্রায়ই সপ্তাহান্তে অ্যামট্র্যাক ট্রেনে বাড়ি ফিরে যেতেন। এজন্য তিনি ‘অ্যামট্র্যাক জো’ হিসেবেও পরিচিতি পান।

প্রেসিডেন্ট হওয়ার পরেও তিনি সেখানে অনেকগুলো সাপ্তাহিক ছুটি কাটিয়েছেন। অবশ্য বাড়িতে সংস্কারকাজের জন্য আপাতত সেখানে বাইডেনের যাওয়া স্থগিত রয়েছে।

২০২০ সালে বাইডেন তার নির্বাচনি প্রচারের কেন্দ্রস্থল করেছিলেন পেনসিলভানিয়ার কাছের ফিলাডেলফিয়াকে।


0 মন্তব্য

মন্তব্য করুন