মস্কোর বুকে এবার ইউক্রেইনের ড্রোন হামলা

টিবিএন ডেস্ক

মে ৩০ ২০২৩, ২১:১৫

ইউক্রেইনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ভবন। ছবি: সংগৃহীত

ইউক্রেইনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ভবন। ছবি: সংগৃহীত

  • 0

ইউক্রেইনে একের পর এক রাশিয়ার ড্রোন হামলার পাল্টা জবাব দিল কিয়েভ। রাশিয়ার রাজধানী মস্কোতে মঙ্গলবার তাদের ড্রোন হামলায় আহত হয়েছেন দুজন।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, আহতদের অবস্থা গুরুতর নয়। ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্টের কিছু বাসিন্দাকে সাময়িকভাবে সরিয়ে নেয়া হয়েছে। 

দক্ষিণ-পশ্চিম মস্কোর বাসিন্দারা জানান, মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৫টা থেকে ৬টার মধ্যে তারা বিকট শব্দ পান। তাদের একজন ড্রোন ভূপাতিত করার ভিডিও ধারণ করেন।

রাশিয়ার ডিফেন্স মিনিস্ট্রি জানান, কিয়েভের পাঠানো আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে সিকিউরিটি সার্ভিসের সঙ্গে যুক্ত বাজা টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, এ হামলায় ২৫টিরও বেশি ড্রোন ছিল।

রাশিয়ার ডিফেন্স মিনিস্ট্রি এই হামলাকে কিয়েভের ‘সন্ত্রাসী ড্রোন’ হামলা হিসেবে আখ্যায়িত করে।

রাশিয়ার রাজনীতিক ম্যাক্সিম ইভানভ এ ঘটনাকে রাশিয়ার উপর সবচেয়ে গুরুতর হামলা বলে মনে করছেন।

দুই সপ্তাহ আগেও রাশিয়ার ক্রেমলিনে দুটি ড্রোন হামলার ঘটনা ঘটে। 

এদিকে মঙ্গলবার সকালে কিয়েভে ফের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৩০ বছর বয়সী এক নারী প্রাণ হারিয়েছেন। চলতি মাসে ইউক্রেইনের রাজধানীতে এই নিয়ে ১৭ বার হামলা চালাল রাশিয়া। গত ২৪ ঘণ্টার মধ্যে এটি তাদের তৃতীয় হামলা।

 


0 মন্তব্য

মন্তব্য করুন