হোয়াইট হাউয গত মাসেই জানিয়েছে রাষ্ট্রীয় কাজের ব্যস্ততায় রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে যোগ দিতে পারবেন না প্রেসিডেন্ট বাইডেন। তবে শনিবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজ্যাভিষেকে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেনের স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন ও তার নাতনি ফিনেগ্যান বাইডেন।
এক টুইট বার্তায় শনিবার বৃটেইনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলাকে শুভেচ্ছা জানিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘কিং তৃতীয় চার্লস ও রানি ক্যামিলাকে তাদের রাজ্যাভিষেকের জন্য আন্তরিক অভিনন্দন। অ্যামেরিকা এবং বৃটেইনের মধ্যে বিরাজমান স্থায়ী বন্ধুত্ব আমাদের উভয় দেশের জনগণের শক্তির উৎস।’
ফক্স নিউজ জানিয়েছে, স্ত্রী জিল বাইডেনের প্রশংসা করে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমি গর্বিত, ফার্স্ট লেডি এই ঐতিহাসিক অনুষ্ঠানে অ্যামেরিকার প্রতিনিধিত্ব করছেন।’
প্রেসিডেন্টের অনুপস্থিতির বিষয়ে হোয়াইট হাউয জানিয়েছে, ১৭৭৬ সালে দেশটি স্বাধীনতা ঘোষণা করার পর থেকে কোনো অ্যামেরিকান প্রেসিডেন্ট ব্রিটিশ রাজ পরিবারের গত সাতটি রাজ্যাভিষেকের কোনোটিতেই যোগ দেননি।