অ্যামেরিকায় ৬৯ হাজার ৫২৫টি কুকুরের আক্রমণের ঘটনা বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন গবেষকেরা। অ্যামেরিকার আটটি শহরে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দিনে প্রায় তিনটি কুকুরের কামড়ের ঘটনা পর্যালোচনা করা হয়েছে।
কুকুরের মতো অন্যান্য প্রাণীও তাপমাত্রা বাড়লে উত্তেজিত ও আক্রমণাত্মক হয়ে ওঠে।
আগের বিভিন্ন গবেষণায় দেখা গেছে গরম বাড়লে মানুষও আক্রমণাত্মক হয়ে উঠে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে খুনের হারও বেড়ে যায়।
রিসাস বানর এবং ইঁদুরকেও গরমের দিনে আক্রমণাত্মক হতে দেখা গেছে গবেষণায়।
গবেষকরা এতদিন গরমের সঙ্গে মানুষকে কুকুরে কামড়ানোর প্রবণতার যোগাযোগের বিষয়ে নিশ্চিত ছিলেন না।
এ সংক্রান্ত গবেষণায় গবেষক দলটি প্রতিদিনের তাপমাত্রা, ক্ষতিকর ওজন (o3), ফাইন পার্টিকুলেইট ম্যাটারের (PM 2.5) সঙ্গে কুকুরের কামড়ের হারের সম্পর্ক পরীক্ষা করেছেন। একই সঙ্গে আলট্রা ভায়োলেট রশ্মি, বৃষ্টি, তুষার ইত্যাদির পরিমাণও গবেষণায় মূল্যায়ন করা হয়েছে।
গবেষকরা প্রতিবেদনে বলেছেন, আলট্রা ভায়োলেট রশ্মি বেশি থাকলে কুকুরের কামড় ১১ শতাংশ বৃদ্ধি পায়। তাপমাত্রা বেশি থাকলে চার শতাংশ এবং ওজোনের মাত্রা বেশির জন্য দিনে তিন শতাংশ বৃদ্ধি পায়।