ফিলাডেলফিয়ায় আই-নাইন্টিফাইভ ধস থেকে মৃতদেহ উদ্ধার

টিবিএন ডেস্ক

জুন ১২ ২০২৩, ১৮:৫০

রোববার ফিলাডেলফিয়া আই-নাইন্টিফাইভের একাংশ ধসে পড়ে। ছবি: সংগৃহীত

রোববার ফিলাডেলফিয়া আই-নাইন্টিফাইভের একাংশ ধসে পড়ে। ছবি: সংগৃহীত

  • 0

ইন্টারস্টেট নাইন্টিফাইভের ধসে পড়া অংশ থেকে একটি মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছে সিএনএন।

উদ্ধারের পর মৃতদেহটিকে ফিলাডেলফিয়া কাউন্টি এক্সামিনাররের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ এখনও মৃতদেহের পরিচয়ের বিষয়ে কিছু জানায়নি।

গত রোববার ভোর সাড়ে ৬টার দিকে আই নাইন্টিফাইভের র‍্যাম্পে দুর্ঘটনা ঘটে। ফিলাডেলফিয়া ফায়ার ব্যাটেলিয়ন চিফ ডেরেক বওমার জানান, আই নাইন্টিফাইভের ওভারপাসের নিচে ভারী একটি যানে আগুন ধরে আছে। ওভারপাসের রাস্তাটি ধসে পড়েছে।

বওমার আরও জানান, অ্যাকাডেমি রোডের এক্সিট থার্টি টু ও কটম্যান অ্যাভিনিউয়ের এক্সিট থার্টির মাঝামাঝি ওই দুর্ঘটনাস্থলের নর্থবাউন্ড লেন পুরোপুরি ধসে গেছে।

পেনসিলভ্যানিয়া ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন জানিয়েছে, ওভারপাসটি ধসে পড়ার কারণে অ্যালেঘেনি ও ক্যাস্টর অ্যাভিনিউয়ের এক্সিট টোয়েন্টিফাইভ এবং অ্যাকাডেমি রোড ও লিন্ডেন অ্যাভিনিউয়ের এক্সিট থার্টি টুয়ের সব নর্থবাউন্ড লেন দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এক্সিট ৩২ ও এক্সিট ৩০ এর মধ্যেকার সাউথবাউন্ড লেনও বন্ধ রয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন