বিচার হচ্ছে ক্যাঙারু কোর্টে: ট্রাম্প

টিবিএন ডেস্ক

এপ্রিল ৪ ২০২৩, ২১:৩৭

বিচার হচ্ছে ক্যাঙারু কোর্টে: ট্রাম্প
  • 0

আদালতে ঐতিহাসিক হাজিরার আগ মুহূর্তে নিজের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এ ক্ষোভ জানালেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

এক পোস্টে তিনি ডেমোক্র্যাটদের ঘাঁটি নিউ ইয়র্কে বিচারের বিষয়টির কঠোর সমালোচনা করেছেন। 

তিনি লিখেছেন, ‘এটা খুবই অন্যায্য ভেন্যু। এখানে এমন অনেক এলাকা আছে যেখানে রিপাবলিকান ভোটার মাত্র ১ শতাংশ।’ 

মামলার কার্যক্রম নিউ ইয়র্ক থেকে সরিয়ে পাশের স্টেইটেন আইল্যান্ডে নেয়ার দাবিও জানান ট্রাম্প।

মামলার বিচারক হুয়ান মার্চেন ‘প্রচণ্ড পক্ষপাতদুষ্ট’ বলে অভিযোগ করে ট্রাম্প বলেন, মার্চেনের পুরো পরিবারই ট্রাম্প বিদ্বেষী হিসেবে সুপরিচিত। 

মার্চেনের আদালতকে ‘ক্যাঙারু কোর্ট’ বলেও কটাক্ষ করেছেন সাবেক প্রেসিডেন্ট।

তিনি লেখেন, ‘বিচারক মার্চেনের মেয়ে কামালা হ্যারিসের পক্ষে কাজ করেছিলেন। এখন আবার বাইডেন-হ্যারিসের প্রচারে নেমেছেন।’

পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলের ‘হাশ মানির’ অভিযোগের জের ধরে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ট্রাম্প। নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে আজ তিনি আত্মসমর্পণ করতে যাচ্ছেন।
 


0 মন্তব্য

মন্তব্য করুন