রাষ্ট্রীয় সফরে অ্যামেরিকার পথে মোদি

টিবিএন ডেস্ক

জুন ২০ ২০২৩, ২২:১০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

  • 0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রীয় সফরে অ্যামেরিকার উদ্দেশে রওনা দিয়েছেন। তাকে বহন করা উড়োজাহাজ ২১ জুন ওয়াশিংটনের অ্যান্ড্রুয এয়ার ফোর্স বেজে অবতরণ করবে।

সফরে খুব ব্যস্ত সময় পার করবেন মোদি। দেখা করবেন শীর্ষ ভারতীয়-অ্যামেরিকান সিইওদের সঙ্গে। এরপর বুধবার জাতিসংঘের সদর দফতরে আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপনের নেতৃত্ব দেবেন।

ইয়োগা অনুষ্ঠান শেষে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা দেবেন মোদি। প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল সেখানে তাকে এক প্রাইভেট ডিনারে আমন্ত্রণ জানিয়েছেন।

সফরের আগে টুইটারে মোদি বলেন, ‘ব্যবসা, বাণিজ্য, উদ্ভাবন, প্রযুক্তি এবং এ জাতীয় অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে আমরা ভারত-ইউএস সম্পর্ক গভীর করতে চাই।’

২০১৪ সালে ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদির এটিই প্রথম কোনো ইউএস রাষ্ট্রীয় সফর।


0 মন্তব্য

মন্তব্য করুন