সফরে খুব ব্যস্ত সময় পার করবেন মোদি। দেখা করবেন শীর্ষ ভারতীয়-অ্যামেরিকান সিইওদের সঙ্গে। এরপর বুধবার জাতিসংঘের সদর দফতরে আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপনের নেতৃত্ব দেবেন।
ইয়োগা অনুষ্ঠান শেষে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা দেবেন মোদি। প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল সেখানে তাকে এক প্রাইভেট ডিনারে আমন্ত্রণ জানিয়েছেন।
সফরের আগে টুইটারে মোদি বলেন, ‘ব্যবসা, বাণিজ্য, উদ্ভাবন, প্রযুক্তি এবং এ জাতীয় অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে আমরা ভারত-ইউএস সম্পর্ক গভীর করতে চাই।’
২০১৪ সালে ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদির এটিই প্রথম কোনো ইউএস রাষ্ট্রীয় সফর।