হোটেলের জানালা দিয়ে পড়ে মেয়রের মৃত্যু

টিবিএন ডেস্ক

মে ৯ ২০২৩, ২০:২৫

ইটালির এই হোটেলের জানালা থেকে পড়ে পোলিশ মেয়রের মৃত্যু হয়েছে। ছবি: ইটালি২৪ প্রেস

ইটালির এই হোটেলের জানালা থেকে পড়ে পোলিশ মেয়রের মৃত্যু হয়েছে। ছবি: ইটালি২৪ প্রেস

  • 0

ইটালিতে হোটেলের জানালা দিয়ে পড়ে মারা গেছেন পোল্যান্ডের এক মেয়র।

পোলিশ প্রেস এযেন্সি মঙ্গলবার এ খবর নিশ্চিত করলেও নিহতের নাম প্রকাশ করেনি।

এযেন্সি জানিয়েছে, ইটালির সারডিনিয়ায় একটি হোটেল ভবনের চতুর্থ তলার কক্ষের জানালা দিয়ে পড়ে মেয়রের মৃত্যু হয়েছে।

খবরটি নিশ্চিত করেছে সারডিয়ানার ক্যাগলিয়ারি পুলিশ। ক্যাগলিয়ারির ডিও কলোনে হোটেলে ঘটনাটি ঘটে।

ক্যাগলিয়ারি পুলিশের মুখপাত্র ফ্যাব্রিজিও মুসটারো জানান, সোমবার গভীর রাতে জানালার ধারে বসে ছিলেন মেয়র। হঠাৎ ভারসাম্য হারালে বাইরে পড়ে যান। এটি নিছক দুর্ঘটনা, কোনো সহিংস পরিস্থিতি ছিল না।

পুলিশ আরও জানায়, পোলিশ প্রতিনিধিদলের সঙ্গে সেখানে সফরে গিয়েছিলেন মেয়র। 


0 মন্তব্য

মন্তব্য করুন