সংস্থাটি বলছে, এসব পোস্টে সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ব্যবহার করে ভুল তথ্য ছড়ানো হচ্ছিল।
চায়নার সাইবার স্পেস সংস্থা ‘সিএসি’ শনিবার আরও জানায়, তারা মার্চ থেকে ২২ মে এর মধ্যে ৬৭ হাজার অ্যাকাউন্ট ও মিলিয়নের বেশি পোস্ট মুছে দিয়েছে।
২০২১ সালের থেকে বিলিয়নের বেশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপর নজর রাখছে চায়নিজ সরকার। এর অংশ হিসেবে উইচ্যাট, ডইউন, উয়েইবো সাইটে অনুমতিহীন তথ্য ছড়াতে ব্যবহৃত অ্যাকাউন্ট ও পোস্ট মুছে দেয়া হচ্ছে।
পাশাপাশি ‘মিথ্যা খবর’ ছড়ানোর দায়ে নিয়মিত নাগরিকদের গ্রেফতার করছে বেইজিং। এবার মুছে দেয়া ৬৭ হাজার অ্যাকাউন্টের মধ্যে ৮ হাজারটি মুছে দেয়া হয়েছে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে।
এর আগে ‘এআই’ প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা খবর ছড়ানোর দায়ে এক শ হাজারের বেশি অ্যাকাউন্ট ডিলেট করে দেয়া হয়।