আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ওকলাহোমা সিটি পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে সিটির হুইস্কি ব্যালে সালোনে এই ঘটনা ঘটে।
তবে কেন এই হামলা, কে সেই হামলাকারী- এসব তথ্য জানায়নি পুলিশ। জানা যায়নি হতাহতদের পরিচয়ও।
টুইটবার্তায় পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ।
এর আগে লস অ্যাঞ্জেলেসে বন্দুক হামলায় নিহত হয়েছেন একজন। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তিনজনকে।
সেখানকার পুলিশ জানিয়েছে, ওয়েস্ট হিল এলাকায় শুক্রবার দুপুরে মাদক কারবারিদের লেনদেনের সময় এই গোলাগুলি হয়েছে।
নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি।
লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের ডেপুটি চিফ অ্যালান হ্যামিলটন জানান, মাদক কারবারের সময় তর্কাতর্কির জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। ঘটনাস্থলে একজন নিহত হন। আহত তিন জনের মধ্যে দুজনের বিরুদ্ধে মামলা হতে পারে।