স্টেইট ডিপার্টমেন্টের মুখপাত্র ভেদান্ত প্যাটেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘রিড অ্যামেরিকান সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কার্যক্রমে জড়িত ছিলেন না। একটি বেসরকারি সংস্থার সহায়তায় উন্নত চিকিৎসার জন্য রিডকে জার্মানিতে নিয়ে যাওয়া হয়েছে। তবে তার বর্তমান অবস্থা অনিশ্চিত।’
রিড ইউক্রেইনের কোথায় বা কখন আহত হয়েছিলেন সেই তথ্য প্রকাশ করেননি প্যাটেল। এ বিষয়ে রিডের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো নিশ্চিত তথ্য পায়নি এবিসি নিউজ।
রাশিয়ায় ২০১৯ সালে আটক হন রিড। সে সময় তিনি মস্কোতে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। প্রায় তিন বছর তাকে অন্যায়ভাবে আটক রাখা হয়।
এরপর বাইডেন প্রশাসন ও ক্রেমলিনের মধ্যে ২০২২ সালের এপ্রিলে বন্দী বিনিময়ের অংশ হিসেবে তাকে মুক্তি দেয়া হয়।