দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা নাইনওয়ানওয়ান কল করলে বিকেল ৫টার দিকে টুহান্ড্রেডসিক্সথ কুয়েন্টিন রোডে এসে পুলিশ দেহ দুটি উদ্ধার করে।
দুজনের মৃত্যুর কারণ জানার চেষ্টা করছেন মেডিক্যাল পরীক্ষকরা।
কর্তৃপক্ষ জানায়, নারীর মরদেহ শয়নকক্ষের কাউচ ও বিছানার মাঝামাঝি অংশে পাওয়া যায়; তার পায়ে কাটা দাগ ছিল। আর পুরুষের দেহটি বিছানায় চিৎ হয়ে পড়ে থাকতে দেখা গেছে।
ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে সম্পর্ক ছিল; তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।