অ্যামেরিকায় রিমোট জবে শীর্ষে যেসব শহর

টিবিএন ডেস্ক

এপ্রিল ১৫ ২০২৩, ২৩:০২

ছবি: গেটি ইমেযেস

ছবি: গেটি ইমেযেস

  • 0

অ্যামেরিকায় গত বছরগুলোর তুলনায় অল্পসংখ্যক মানুষ ‘ওয়ার্ক ফ্রম হোম’ মেনে চলছেন। তবে সম্প্রতি আবার বিভিন্ন শহরে বাড়ছে রিমোট জবের সংখ্যা।

এতে বাসায় থেকে কাজ করার সুযোগ তৈরি হচ্ছে অনেকের সামনে।

ডব্লিউএফএইচ ম্যাপের তথ্য বলছে, দেশে (সপ্তাহে অন্তত এক দিন কাজ করা) রিমোট জবের হার প্রায় ১২ শতাংশ।

কিছু বড় শহর রিমোট জবকে বেশি গুরুত্ব দিচ্ছে। এর মধ্যে মিশিগানের ল্যানসিং অন্যতম। এ শহরে ৩৯ শতাংশ জব ডেসক্রিপশনে ওয়ার্ক ফ্রম হোমকে প্রাধান্য দেয়া হয়। অন্যদিকে ক্যানসাসের টোপেকায় এ হার ৩২ শতাংশ। 

বাকি শহরের মধ্যে স্যান ফ্রান্সিস্কো ও ভার্জিনিয়ায় রেস্টন ৩০ শতাংশ, মিশিগানের আরেক শহর অ্যান আরবরে ২৯ শতাংশ, ওয়াশিংটন ডিসিতে ২৭ শতাংশ, অরেগনের সালেম ও ভার্জিনিয়ায় আরেক শহর ম্যাকলিনে ২৫ শতাংশ এবং শিকাগো ও বস্টোনে রিমোট জব অপশন ২৪ শতাংশ।

সামগ্রিকভাবে, এসব শহরে সরকারি খাত, প্রযুক্তি এবং শিক্ষা ক্ষেত্রে দূরবর্তী বা হাইব্রিড কাজের সুযোগ রয়েছে।

ল্যান্সিং, টোপেকা, ডিসি এবং সালেম সরকারি ও প্রশাসনিক কাজের কেন্দ্রস্থল। অন্যদিকে ভার্জিনিয়ার রেস্টন এবং ম্যাকলিন ওয়াশিংটন, ডিসি, মেট্রো এলাকার অংশ।

আন্তর্জাতিক সমকক্ষদের সঙ্গে তুলনা করলে অ্যামেরিকায় ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ ক্যানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো। এদিক থেকে বৃটেইন কিছুটা এগিয়ে রয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন