প্রচণ্ড তাপদাহে ভারতে প্রায় ১০০ জনের মৃত্যু

টিবিএন ডেস্ক

জুন ১৮ ২০২৩, ১৬:৩১

হাসপাতালে ভর্তি বেশিরভাগ রোগী ৬০ বা এর বেশি বয়সী

হাসপাতালে ভর্তি বেশিরভাগ রোগী ৬০ বা এর বেশি বয়সী

  • 0

ভারতের উত্তর প্রদেশ ও পূর্ব বিহারে গত কয়েক দিনে তাপদাহে কমপক্ষে ৯৬ জন মারা গেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের বিভিন্ন অংশে কয়েক দিন ধরে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে।

ভারতের উত্তর প্রদেশ ও পূর্ব বিহারের ৬০ বছরের বেশি বয়সীদের দিনের বেলায় ঘরে থাকতে বলেছে কর্তৃপক্ষ। এ পর্যন্ত যারা মারা গেছেন তাদের বেশিরভাগের বয়স ৬০ বছরের বেশি।

উত্তর প্রদেশে অন্তত ৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যের বালিয়া জেলায়

মেডিক্যাল অফিসার এস কে যাদব বলেন, ‘গত তিন দিনে গরমে অসুস্থ প্রায় ৩০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

কর্মকর্তারা বলেছেন, হাসপাতালে ভর্তি বেশিরভাগ রোগী ৬০ বা এর বেশি বয়সী। তারা জ্বর, বমি, ডায়রিয়া, শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন।

জেলাটিতে রোববার ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি।

ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের বিজ্ঞানী অতুল কুমার বলেন, ‘উত্তর প্রদেশ রাজ্যজুড়ে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এই তাপমাত্রা ১৯ জুন পর্যন্ত স্থায়ী হতে পারে।’

অন্যদিকে পূর্ব বিহারে গত দুই দিনে ৪২ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। রাজধানী পাটনার দুটি হাসপাতালে এখনও ২০০ জন চিকিৎসাধীন।

পাটনায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছ ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াস।

গত এপ্রিলেও মুম্বাইতে এক সরকারি প্রতিষ্ঠানে গরমে ১৩ জনের মৃত্যু হয়। ফলে ভারতের কিছু রাজ্যে এক সপ্তাহের জন্য সব স্কুল বন্ধ রাখা হয়েছিল।


0 মন্তব্য

মন্তব্য করুন