কিডনিতে সবচেয়ে বড় পাথরের ‘কল্যাণে’ বিশ্বরেকর্ড

টিবিএন ডেস্ক

জুন ১৫ ২০২৩, ১৭:৫২

শ্রীলঙ্কায় রোগীর কিডনি থেকে বের করা পাথর। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় রোগীর কিডনি থেকে বের করা পাথর। ছবি: সংগৃহীত

  • 0

শ্রীলঙ্কায় এক রোগীর কিডনিতে অপারেশনের পর বেসবলের চেয়েও বড় আকারের পাথর অপসারণ করা হয়েছে। কিডনির আকৃতি, ভর ও বিশালতা একাধিক বিশ্ব রেকর্ড গড়েছে এ ঘটনা।

এএফপি জানিয়েছে, ৬২ বছর বয়সী ওই রোগী অবসরপ্রাপ্ত সৈনিক। তার নাম ক্যানিস্টাস কুঞ্জ।

একদল চিকিৎসক কলম্বোর আর্মি হসপিটালে ১ জুন কুঞ্জর কিডনিতে অস্ত্রোপচার করে জাম্বুরার আকৃতির পাথর অপসারণ করেন। এই পাথরটি গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ‘সবচেয়ে বড় ও ভারী কিডনি পাথর’ হিসেবে জায়গা করে নিয়েছে।

পাথরটি ১৩.৩৭২ সেন্টিমিটার বা ৫.২ ইঞ্চি লম্বা যা একটি আইফোন ফোরটিন প্রো-এর দৈর্ঘ্যের কাছাকাছি। পাথরটির ওজন ৮০১ গ্রাম বা ১.৭৬ পাউন্ড।


0 মন্তব্য

মন্তব্য করুন