বিবিসি রেডিও ওয়ানকে জন বলেন, ‘আমি এমন একটি গান দিয়ে অনুষ্ঠানটি শুরু করার কথা ভাবছি যেটি ১০ বছর ধরে গাই না… কী কী গান করবো সেটির তালিকা তৈরি করেছি। অতিথি শিল্পীদের সঙ্গে রিহারসেলের তারিখও ঠিক হয়েছে। এবার শুধু অপেক্ষার পালা।’
গানের তালিকা প্রসঙ্গে জন বলেন, ‘গানের সেটলিস্ট অনেকটা যৌন সংসর্গের মতো। ভালোভাবে শুরুটা করতে হয়, এরপর কিছুটা শান্ত ধারা, শেষে নরক ভেঙে পড়ার অবস্থা।’
গ্লাস্টনবারিতে পারফর্মের সময় জনের সঙ্গে বিশেষ কিছু অতিথি থাকবেন।
এর আগে গ্র্যামিজয়ী এই শিল্পী নিজের ক্যারিয়ারের সূর্যাস্ত উপলক্ষে ৩৫০ দিনের ‘ফেয়ারওয়েল ইয়েলো ব্রিক রোড’ ট্যুরের ঘোষণা দেন। ২০২১ সালে ট্যুরটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড মহামারি এবং গত বছর তার নিতম্বের ইনজুরির কারণে সময় বাড়ানো হয়।
গ্লাস্টনবারিতে অনুষ্ঠেয় এ ট্যুর বৃটেইনে জনের শেষ পারফরম্যান্স। ৭৬ বছর বয়সী জন বলেন, ‘এর চেয়ে সুন্দর বিদায় আর হতে পারে না।’