হোয়াইট হাউযের ‘কোকেইন-রহস্য’ সমাধান না করেই তদন্তে ইতি

টিবিএন ডেস্ক

জুলাই ১৩ ২০২৩, ২২:৪৯

হোয়াইট হাউয থেকে জব্দ কোকেইন তদন্তে কূল কিনারা মেলেনি। ছবি: সংগৃহীত

হোয়াইট হাউয থেকে জব্দ কোকেইন তদন্তে কূল কিনারা মেলেনি। ছবি: সংগৃহীত

  • 0

ইউএস সিক্রেট সার্ভিস বলেছে, হোয়াইট হাউয থেকে জব্দ কোকেইন এফবিআইয়ের অত্যাধুনিক ক্রাইম ল্যাবে বিশ্লেষণ করা হয়েছে। তবে কোকেইনের ব্যাগিতে কোনো আঙ্গুলের ছাপ, ডিএনএ নমুনা পাওয়া যায়নি। এমনকি হাউযের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণেও কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা সম্ভব হয়নি।

সিক্রেট সার্ভিস বলছে, হোয়াইট হাউযে কে বা কারা মাদক নিয়ে এসেছে তদন্তে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

একটি সংক্ষিপ্ত বিবৃতিতে সিক্রেট সার্ভিস কর্মকর্তারা বলেছেন, ‘বাস্তব তথ্যপ্রমাণ ছাড়া তদন্তের স্বার্থে শনাক্ত শতাধিক ব্যক্তির ভেতর কোনো একজনকে আলাদা করা সম্ভব হবে না। কোকেইন পাওয়ার পথটিতে অনেকের যাতায়াত ছিল।’

ইউএস সিক্রেট সার্ভিস এজেন্টরা গত ২ জুলাই হোয়াইট হাউযে এক নিয়মিত অভিযান পরিচালনার সময় কোকেইন জব্দ করেন। হাউযের ওয়েস্ট উইং লবি থেকে এই মাদক উদ্ধার করা হয়।

আরও পড়ুন: হোয়াইট হাউযে পাওয়া গেল ‘কোকেইন সদৃশ’ বস্তু


0 মন্তব্য

মন্তব্য করুন