অনেকেই তাদের পূর্বনির্ধারিত পরিকল্পনা বাতিল করেছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আতশবাজি প্রদর্শনীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।
ক্যানাডায় দুই শতাধিক দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। এতে বাতাসের মান নিচে নেমে যাওয়ায় নিউ ইয়র্ক নিউ জার্সি, কানেটিকাটসহ দেশের বেশ কয়েকটি স্টেইটে জারি করা হয়েছে এয়ার কোয়ালিটি এলার্ট।
দাবানলের ধোঁয়ার কারণে গত কয়েকদিন ধরেই নিউ ইয়র্কের আকাশ কমলা বর্ণ ধারণ করেছে। এমনকি সূর্যাস্তের পরেই আকাশে ধোঁয়ার উপস্থিতি চোখে পড়ছে।
বাসিন্দারা জানান, স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনা করেই একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে তারা বের হন না।
বাসিন্দাদের বেশিরভাগই ইনডিপেনডেন্স ডে উদযাপনে স্টেইট কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষা করছেন। তবে কেউ কেউ এরই মধ্যে শহরের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ম্যাসি’স ফোর্থ জুলাই ফায়ারওয়ার্কসের এক্সিকিউটিভ ডিরেক্টর উইল কস জানান, আতশবাজি প্রদর্শনীকে সফল করতে বছরজুড়ে প্রস্তুতি নেয়া হয়। তবে এ বছর আতশবাজি প্রদর্শনী হবে কি না সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
আবহাওয়া পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে আতশবাজির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস।