টুপেলো পুলিশ চিফ জন কুয়াকা জানান, সকাল ৮টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার সম্ভাব্য কারণ প্রকাশ করা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা ডব্লিউসিবিআই-টিভিকে জানান, টেকঅফের পর বিমানটি বেঁকে গিয়ে এয়ারপোর্টের আর্মি অ্যাভিয়েশন সাপোর্ট ফ্যাসিলিটির কাছে আছড়ে পড়ে।
নিউজ আউটলেটের ফেসবুক পেইযে পোস্ট করা ভিডিওতে আর্মি হ্যাঙ্গার ও বিমানবন্দরের বেড়া সংযুক্ত একটি মাঠে প্লেনটি বিধ্বস্ত হয়ে আগুনের কালো ধোঁয়া উড়তে দেখা যায়। শোনা যাচ্ছিল ফায়ার ডিপার্টমেন্টের গাড়ির সাইরেন।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করবে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।
টুপেলো আঞ্চলিক বিমানবন্দর ৬৫ বছরেরও বেশি পুরনো। এটি নর্থ মিসিসিপির একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র। বিমানবন্দরটি তাদের ওয়েবসাইট প্লেন চালানোর বিজ্ঞাপন দিয়ে থাকে।