পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছেড়া অবস্থায় ৩৩টি প্রাইড পতাকা ও ভাঙা পতাকার দণ্ড মাটিতে পড়ে থাকতে দেখেন।
নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) জানিয়েছে, গ্রিনউইচ ভিলেজের পার্কটিতে চলতি মাসে প্রাইড পতাকা ধ্বংসের তৃতীয় ঘটনা এটি।
এনওয়াইপিডি বলেছে, প্রথম দফায় ১০ জুন মনুমেন্টের পাশ দিয়ে যাওয়ার সময় তিন দুর্বৃত্ত বেড়ার উপর থাকা একাধিক প্রাইড পতাকা ছিঁড়ে ফেলে।
এরপর ১৫ জুন ওই একই পার্কে একাধিক প্রাইড পতাকার দণ্ড ভাঙা অবস্থায় পড়ে থাকার অভিযোগ পায় পুলিশ।
এলজিবিটিকিউ সম্প্রদায়ের উপর সাম্প্রদিক হামলায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।
এর আগে গত ফেব্রুয়ারিতে ম্যানহাটনের একটি রেস্টুরেন্টের বাইরে প্রাইড পতাকা পুড়িয়ে ফেলার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছিল পুলিশ।
অ্যামেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, এলজিবিটিকিউ কমিউনিটির উপর যেকোনো আঘাতই গুরুত্বের সঙ্গে দেখা হবে।