সুয়েজ ক্যানেল কর্তৃপক্ষের প্রধান অ্যাডমিরাল ওসামারাবি বলেন, ‘নৌচলাচল ক্যানেলের দুই পাশই এখন স্বাভাবিক।’
তিনি জানান, মাল্টার পতাকাবাহী সিভিগর নামের ২৭৪ মিটার দৈর্ঘ্যের তেল ট্যাংকারটির ইঞ্জিন মেরামতের কাজ চলছে। এটি শেষ হলেই জাহাজটি আবার যাত্রা শুরু করতে পারবে।
সুয়েজ ক্যানেল সচল হওয়ার পর রোববার ৩.৫ মিলিয়ন টন মালামাল নিয়ে ৬০টি জাহাজ অতিক্রম করে।
মালয়েশিয়া থেকে পর্তুগাল যাওয়ার সময় মার্চে কনটেইনার বহনকারী এমএসসি ইস্তানবুল নামের আরেকটি জাহাজ অগভীর পানিতে আটকে যায়, পরে সেটিকেও টাগবোটের সাহায্যে সরিয়ে নেয়া হয়।
এভার গিভেন নামের একটি বিশাল কনটেইনার জাহাজ ২০২১ সালে তীব্র বাতাসের জন্য তীরের মাটিতে আটকে যায়। এ কারণে ছয়দিন সুয়েজ ক্যানেল বন্ধ থাকায় বিশ্বব্যাপী বাণিজ্যে অচলবস্থা তৈরি হয়েছিল।
সুয়েজ ক্যানেল বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ যা ইউরোপের সঙ্গে এশিয়ার দূরত্ব কমিয়ে আনে। পৃথিবীর প্রায় ১০ শতাংশ সামুদ্রিক বাণিজ্য এ পথেই হয়ে থাকে।