লন্ডনের বিএসটি হাইড পার্কে ৬৫ হাজার ভক্তের সামনে পারফর্ম করে এই কে-পপ গার্ল ব্যান্ড।
শুধু বৃটেইন নয়, অন্য দেশ থেকেও দর্শক-শ্রোতা এসেছে তাদের প্রিয় ব্যান্ডের পারফর্মেন্স উপভোগ করতে।
ফেস্টিভ্যালে দলীয় পরিবেশনার পাশাপাশি দলের প্রত্যেক সদস্য সোলো পারফর্মেন্সও উপহার দেন।
ব্ল্যাক পিংক শুধু কে-পপ ব্যান্ডগুলোর মধ্যে অন্যতম নয়, তারা বিশ্বের বৃহত্তম ব্যান্ডগুলোর মধ্যে একটি।
ছয় বছর ধরে টিকে থাকা ব্যান্ডটি চার দেশের চারজন মিলে গঠন করেছেন। দলের সদস্যরা হলেন, থ্যাইল্যান্ডের ২৬ বছর বয়সী লিসা, নিউজিল্যান্ডে জন্মগ্রহণকারী ২৬ বছর বয়সী রোজ, সাউথ কোরিয়ার ২৭ বছর বয়সী জেনি এবং ২৮ বছর বয়সী জিসু।
২০১৬ সালে যাত্রা শুরুর পর নাম কুড়াতে থাকে ব্যান্ডটি। ইতোমধ্যে এক মিলিয়ন অ্যালবাম বিক্রি হয়েছে এবং ইউটিউবে ব্যান্ডটির ৮৯.৬ বিলিয়ন সাবস্ক্রাইবার আছে। ইনস্টাগ্রামে তাদের সম্মিলিত ফলোয়ার সংখ্যা ৩৫৬ মিলিয়ন।
সম্প্রতি ব্যান্ডটি বৃটেইনের বর্ন পিংক চার্টের এক নম্বর অবস্থানে আছে।