নিরাপত্তা উদ্বেগে চায়নায় নিষিদ্ধ মাইক্রন

টিবিএন ডেস্ক

মে ২২ ২০২৩, ২০:২২

সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়না (সিএসি) রোববার এ ঘোষণা দেয়। ছবি: শাটারস্টোক

সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়না (সিএসি) রোববার এ ঘোষণা দেয়। ছবি: শাটারস্টোক

  • 0

জাতীয় নিরাপত্তা বিবেচনায় অ্যামেরিকান মেমরি চিপ জায়ান্ট মাইক্রনকে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চায়না।

দেশটির সাইবারস্পেস নিয়ন্ত্রক রোববার এ ঘোষণা দেয়। 

এ পদক্ষেপের কারণে চায়নার মূল অবকাঠামো প্রকল্প থেকে নিষিদ্ধ হবে মাইক্রনের সব পণ্য। অ্যামেরিকান চিপ নির্মাতা কোম্পানির বিরুদ্ধে এটিই চায়নার নেয়া প্রথম বড় কোনো পদক্ষেপ। এতে বেইজিং-ওয়াশিংটন সম্পর্কে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

দীর্ঘদিন চলা বিরোধের কারণে চায়নার চিপ তৈরির শিল্পের বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নিয়েছে অ্যামেরিকা। সেমিকন্ডাক্টর সেক্টর উৎসাহিত করতে বিনিয়োগ করা হয়েছে বিলিয়ন ডলার।

ছবি: রয়টার্স

এক বিবৃতিতে সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়না (সিএসি) জানায়, পর্যালোচনায় দেখা গেছে মাইক্রনের পণ্যগুলোয় গুরুতর নেটওয়ার্ক নিরাপত্তা ঝুঁকি রয়েছে। এগুলো চায়নার জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে।

তবে ঝুঁকির ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি সিএসি।

সিএসি নোটিশের ব্যাপারে মাইক্রনের এক মুখপাত্র বিবিসিকে বলেন, ‘আমরা বিষয়টি মূল্যায়ন করছি; পরবর্তী পদক্ষেপ নিতে আমরা চাইনিজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চাই।’

এ ঘটনার প্রতিক্রিয়ায় ইউএস সরকার জানিয়েছে, চায়নার কারণে মেমরি চিপ বাজারে তৈরি বিকৃতি নিয়ে মিত্রদের সঙ্গে কাজ করবে অ্যামেরিকা।

ইউএস কমার্স ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেন, ‘যে বিধিনিষেধের কোনো ভিত্তি নেই আমরা দৃঢ়ভাবে তার বিরোধিতা করি।’

এদিকে অ্যামেরিকায় প্রি-মার্কেট ট্রেডিংয়ে মাইক্রনের শেয়ার পাঁচ দশমিক তিন শতাংশ কমেছে।

মাইক্রনের এক বছরের বিক্রির প্রায় ১০ শতাংশ আসে চায়না থেকে। গত বছর মাইক্রনের ৩০ দশমিক সাত বিলিয়ন ডলারের মধ্যে তিন দশমিক তিন বিলিয়ন ডলারই এসেছিল চায়না থেকে।


0 মন্তব্য

মন্তব্য করুন