১০ মিনিটে ৬২ হট ডগ খেয়ে চ্যাম্পিয়ন চেস্টনাট

টিবিএন ডেস্ক

জুলাই ৫ ২০২৩, ৪:১২

হট ডগ হাতে জোয়ি চেস্টনাট। ছবি: সংগৃহীত

হট ডগ হাতে জোয়ি চেস্টনাট। ছবি: সংগৃহীত

  • 0

অ্যামেরিকায় ইনডিপেনডেন্স ডের হট ডগ খাওয়া প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন জোয়ি চেস্টনাট তার শিরোপা ধরে রেখেছেন। মঙ্গলবার আয়োজিত প্রতিযোগিতায় ১০ মিনিটে ৬২টি হট ডগ খান তিনি।

ঝড়ের কারণে দেরিতে শুরু হয় নিউ ইয়র্ক সিটির কনি আইল্যান্ডে নেইথানের বিখ্যাত হট ডগ খাওয়া প্রতিযোগিতা। ইন্ডিয়ানাবাসী ৩৯ বছর বয়সী জোয়ি চেস্টনাট সেটা নিয়ে একেবারেই বিচলিত হননি।

বেশ বড় ব্যবধানে জিতে ক্যারিয়ারে ১৬তম বারের মতো এ প্রতিযোগিতা জেতেন তিনি।

পুরুষ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থানে থাকা ম্যাসাচুসেটসের জেফ এসপার খেয়েছেন ৪৯টি হট ডগ।

হট ডগ খাওয়ার বিশ্বরেকর্ডও চেস্টনাটের দখলে। ২০২১ সালে ১০ মিনিটে ৭৬টি হট ডগ খেয়ে এ অনন্য রেকর্ড গড়েন তিনি।

এর আগে নিউ ইয়র্ক সিটির বাসিন্দা মিকি সুডো দশ মিনিটে ৩৯.৫ টি হট ডগ খেয়ে নবমবারের মতো নারীদের প্রতিযোগিতা জিতে নেন। তিনি ৪৮.৫ টি হট ডগ খেয়ে ২০২০ সালে নারীদের বিশ্ব রেকর্ড গড়েছিলেন।

ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা ১৯৮০ সালে শুরু হয়। প্রথমবারের বিজয়ী ৯ টি হট ডগ খেয়ে জিতেছিলেন।


0 মন্তব্য

মন্তব্য করুন