সেন্ট্রাল অ্যামেরিকায় ৬.৫ মাত্রার ভূমিকম্প

টিবিএন ডেস্ক

জুলাই ১৯ ২০২৩, ১০:৫২

শক্তিশালী ভুমিকম্পে সেন্ট্রাল অ্যামেরিকায় কাঁপন। ছবি: সংগৃহীত

শক্তিশালী ভুমিকম্পে সেন্ট্রাল অ্যামেরিকায় কাঁপন। ছবি: সংগৃহীত

  • 0

এল সালভাডর উপকূলে প্যাসিফিক ওশানে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সেন্ট্রাল অ্যামেরিকার বেশির ভাগ অঞ্চল কেঁপে উঠেছে। নিকারাগুয়া থেকে গুয়াতেমালা পর্যন্ত সেন্ট্রাল অ্যামেরিকার দেশগুলোতে মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

ইউএস জিওলজিক্যাল সার্ভের প্রতিবেদন অনুসারে, ভূমিকম্পের কেন্দ্র ছিল এল সালভাডরের ৭০ কিলোমিটার গভীরে, সাউথ ইন্টিপুকা থেকে ৪৩ কিলোমিটার দূরে। এই পয়েন্টটি ফনসেকো গালফের বাইরে অবস্থিত। হন্ডুরাস, এল সালভাডর ও নিকারাগুয়ার অভিন্ন সীমান্ত রয়েছে এখানে।

এল সালভাডরের রাজধানী স্যান সালভাডর কেঁপে ওঠার সঙ্গে সঙ্গে বাসিন্দারা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের সময় দেশটির পার্লামেন্টে অধিবেশন চলছিল। এ সময় পার্লামেন্টের সদস্যরা ডেস্ক ছেড়ে বের হয়ে যান। অবশ্য বেশ কিছুক্ষণ পরে আবার অধিবেশন শুরু করা হয়।

দেশটির ইনভায়রনমেন্ট মিনিস্ট্রি জানিয়েছে, ভূমিকম্পের কারণে কোনো সুনামি তৈরির শংকা নেই।

প্যাসিফিক ওশানের আশেপাশে নিকারাগুয়া ও এর রাজধানীতে সবচেয়ে তীব্র ভূমিকম্প অনুভূত হয়।

নিকারাগুয়ার ভাইস প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি রোজারিও মুরিলো বলেছেন, দেশটিতে তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


0 মন্তব্য

মন্তব্য করুন