টানা চার দিন রান্না করে গিনেস বুকে নাইজেরিয়ান শেফ

টিবিএন ডেস্ক

জুন ১৪ ২০২৩, ১৮:২৮

নাইজেরিয়ান শেফ হিলডা বাছি। ছবি: সংগৃহীত

নাইজেরিয়ান শেফ হিলডা বাছি। ছবি: সংগৃহীত

  • 0

প্রায় চার দিন টানা রান্না করে মঙ্গলবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন নাইজেরিয়ান শেফ হিলডা বাসি। হিলডা একটানা ৯৩ ঘণ্টা ১১ মিনিট রান্না করেছেন।

১০০ ঘণ্টা রেকর্ডের লক্ষ্য থাকলেও বিরতির সময় ভুল করে কয়েক মিনিট অতিরিক্ত নেন তিনি। ১০০টি পাত্রে রান্না করেন বাসি, যেটির এক একটি পাত্র থেকে প্রায় ৩০-৩৫ জন মানুষ খেতে পারবেন।

এ সময় কঠোর নিয়ম অনুসরণ করেন এই শেফ। কারও ওপর নির্ভর না করেই প্রতি ঘন্টায় ৫ মিনিট বিরতি নেন। প্রতি ঘণ্টায় অন্তত দুটি আইটেম রান্না করেছেন তিনি।

গিনেস বুককে বাসি বলেন, ‘নিজের সীমাবদ্ধতা ও সামর্থ্যকে পরীক্ষা করার পাশাপাশি তরুণ আফ্রিকান নারীদেরকে নিজেদের স্বপ্ন অনুসরণ করতে অনুপ্রাণিত করার জন্যে আমার এ প্রচেষ্টা।’

এর আগের সর্বোচ্চ ৮৭ ঘন্টা ৪৫ মিনিটের রেকর্ড ছিল ভারতীয় শেফ লতা ট্যান্ডনের।

গিনেস বুক জানিয়েছে, নাইজেরিয়ার লক্ষাধিক মানুষ একটি ইনস্টাগ্রাম লাইভ স্ট্রিমের মাধ্যমে রান্নার এ ম্যারাথন দেখেছেন।


0 মন্তব্য

মন্তব্য করুন