৮৩ বছরে চতুর্থ সন্তানের অপেক্ষায় আল পাচিনো

টিবিএন ডেস্ক

মে ৩১ ২০২৩, ২০:১৬

আল পাচিনো ও বান্ধবী নুর আলফাল্লাহ (বাঁয়ে)। ছবি: সংগৃহীত

আল পাচিনো ও বান্ধবী নুর আলফাল্লাহ (বাঁয়ে)। ছবি: সংগৃহীত

  • 0

চতুর্থবারের মতো বাবা হচ্ছেন হলিউডের জনপ্রিয় ক্রাইম সিরিজ গডফাদারের অভিনেতা আল পাচিনো। তার রিপ্রেযেন্টিটিভ ফক্স নিউয ডিজিটালকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

এ বছরের এপ্রিলে ৮৩-তে পা দেয়া পাচিনো তার বান্ধবী নুর আলফাল্লার গর্ভে সন্তানের অপেক্ষা করছেন। আলফাল্লার বয়স ২৯ বছর। 

এর আগে মিক য্যাগার ও বিলিয়নেয়ার নিকোলাস বার্গগ্রুয়েনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন পাচিনো। 

ইতোমধ্যে তিনি তিন সন্তানের জনক। তার সাবেক বান্ধবী য্যান ট্যারেন্টের গর্ভে এক মেয়ে সন্তান ও সাবেক বান্ধবী বেভারলি ডি’অ্যাঞ্জেলোর গর্ভে যমজ ছেলে জন্ম নেয়। 

বেভারলি জানান, পাচিনোর সঙ্গে তার ২৭ বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটলেও সন্তানদের যৌথ অভিভাবকত্বে আছেন তারা। 

এদিকে, পাচিনোর বন্ধু ও গডফাদার সিনেমার আরেক অভিনেতা রবার্ট ডি নিরোও জানিয়েছেন এ বছর সপ্তম সন্তানের বাবা হয়েছেন তিনি। 

বান্ধবী টিফ্যানি চেনের সঙ্গে মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন ৭৯ বছর বয়সী জনপ্রিয় এই অভিনয় শিল্পী। 

এর আগে তিনজন বান্ধবীর গর্ভে আরও ছয় সন্তানের জন্ম দেন তিনি। 

নিরো বলেন, ‘আমি এখন সাত সন্তানের গর্বিত পিতা… নবজাতকের নাম ভার্জিনিয়া চেন ডি নিরো।’ 


0 মন্তব্য

মন্তব্য করুন