বৃষ্টি আইনে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

টিবিএন ডেস্ক

জুলাই ৫ ২০২৩, ২৩:২৯

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ায় মাঠ ছাড়ছে বাংলাদেশ দল। ছবি: বিসিবি

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ায় মাঠ ছাড়ছে বাংলাদেশ দল। ছবি: বিসিবি

  • 0

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শুরুটা হার দিয়ে করল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টি আইনে ১৭ রানে হেরে গেছে স্বাগতিক দল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিং ব্যার্থতার খেসারত দেয় বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৬৯ রানের বেশি করতে পারেনি টাইগাররা।

বৃষ্টির কারণে দুইবার খেলা বন্ধ থাকে। ফলে, ইনিংসের দৈর্ঘ্য করে দাঁড়ায় ৪৩ ওভারে। বৃষ্টিভেজা কন্ডিশনের সুবিধা নেন আফগান বোলাররা।

বাংলাদেশের ব্যাটারদের স্বচ্ছন্দ্যে খেলতে দেননি ফারুকি-মুজিব-রাশিদরা। তৌহিদ হৃদয়ের ৫১ ছাড়া আর কেউই হাফ সেঞ্চুরির দেখা পাননি।

দ্বিতীয় সেরা ২৬ রানের ইনিংস খেলেন লিটন দাস। সাকিব আল হাসানের ব্যাট থেকে আসে ১৫। তামিম ইকবাল আউট হন ১৩ রানে আর নাজমুল শান্ত করেন ১২।

আফগানিস্তানের হয়ে ফজলহক ফারুকি ২৪ রানে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন। ২টি করে উইকেট নেন রাশিদ খান ও মুজিব উর রেহমান।

ছোট টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় আফগানরাও। রহমানুল্লাহ গুরবাজকে ২২ রানে আউট করেন সাকিব।

রহমত শাহ ৮ রান করে ফেরেন তাসকিন আহমেদের বলে। তবে, একপ্রান্ত আগলে স্কোরবোর্ডকে সচল রাখেন ইব্রাহিম জাদরান।

বৃষ্টিতে খেলা পুরোপুরি বন্ধ হওয়ার সময় তার সংগ্রহ ছিল ৪১*।

২১.৪ ওভারের পর আর খেলা শুরু হয়নি। আফগানিস্তানের স্কোর ছিল ২ উইকেটে ৮৩। ডাকওয়ার্থ-লুইস মেথডের আস্কিং রেটের চেয়ে ১৭ রানে এগিয়ে ছিল সফরকারী দল।

ফলে, তাদেরকে ১৭ রানে জয়ী ঘোষণা করা হয়। ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ফারুকি।

সিরিজের দ্বিতীয় ম্যাচ একই ভেন্যুতে হবে শনিবার।


0 মন্তব্য

মন্তব্য করুন