কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ৫

টিবিএন ডেস্ক

জুলাই ৭ ২০২৩, ১৭:০৫

বাংলাদেশের কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প। ছবি: সংগৃহীত

বাংলাদেশের কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প। ছবি: সংগৃহীত

  • 0

বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে পাঁচ জন নিহত হয়েছেন। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮-এ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ক্যাম্প-৮ এর পশ্চিম অংশের আনোয়ার হোসেন, মোহাম্মদ হামীম, ক্যাম্প-১৩ এর নুরুল আমিন ও ক্যাম্প-১০ এর মো. নজিমুল্লাহ। আরেকজনের পরিচয় নিশ্চিত করা যায়নি।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর জানান, শুক্রবার ভোরে ৮ নম্বর ক্যাম্পে দুই দল রোহিঙ্গা সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ গিয়ে তিন জনের লাশ উদ্ধার করে। আহত দুই জনকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক বাসিন্দারা জানান, আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে বিরোধ চলছিল। এর জেরে গোলাগুলির ঘটনা ঘটে।

এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ জানান, ক্যাম্পে একাধিক সন্ত্রাসী গ্রুপের তৎপরতা রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।


0 মন্তব্য

মন্তব্য করুন