নিউ ইয়র্কে বাড়ছে বিদ্যুৎ ও গ্যাস বিল

টিবিএন ডেস্ক

জুলাই ২৫ ২০২৩, ১১:৫০

আগামী মাস থেকে ইউটিলিটি বিল বাড়বে বলে জানিয়েছে কন এড। ছবি: সংগৃহীত

আগামী মাস থেকে ইউটিলিটি বিল বাড়বে বলে জানিয়েছে কন এড। ছবি: সংগৃহীত

  • 0

নিউ ইয়র্ক সিটিতে আগস্ট মাস থেকে বিদ্যুৎ ও গ্যাস বিল বাড়বে বলে জানিয়েছে এনার্জি কোম্পানি কন এডিসন। সংস্থাটি শনিবার জানিয়েছে, আগামী মাস থেকে বিদ্যুৎ বিল বাবদ বাড়তি ৬৪ ডলার করে গুনতে হবে এর গ্রাহকদের। সেই সঙ্গে গ্যাস বিল বাড়বে ৮.৫ শতাংশ।

বিল বাড়ানোর ঘোষণাকে অযৌক্তিক বলে মনে করছেন কুইন্সের অ্যাসেম্বলিম্যান জোরান মামডানি।

ইউটিলিটি প্রতিষ্ঠানটির দাবি, সিটির প্রোপার্টি ট্যাক্স পরিশোধের জন্যই বিল বাড়াতে বাধ্য হয়েছে তারা। স্টেইটের আইন অনুযায়ী গ্রাহক সেবার মান ঠিক রাখা ও জলবাযূ পরিবর্তন মোকাবিলায় সহায়তা করতে এই মুহূর্তে বিল বাড়ানো যৌক্তিক বলে মনে করেছে কন এড।

তবে জোরান বলেছেন, কন এড বেসরকারি প্রতিষ্ঠান হওয়ায় তাদের মুল লক্ষ্য মুনাফা অর্জন। এজন্য গ্রাহকের ওপর চাপ সৃষ্টি করছে তারা। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

কন এডের ঘোষণা অনুযায়ী ইউটিলিটি বিল বাড়লে যেসব গ্রাহক প্রতি মাসে ৬০০ কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করেন, আগস্টে তাদের বিল বাড়বে আনুমানিক ৯ শতাংশ বা ১৪ ডলার। পরের বছর জানুয়ারিতে অতিরিক্ত ৪ দশমিক দুই শতাংশ বেড়ে বিল হবে ৭ ডলার ২০ সেন্ট।

একই ভাবে বাড়বে গ্যাস বিলও। আগস্টে বিল হবে ১৭ ডলার ২৮ সেন্ট, ২০২৪ এর জানুয়ারিতে হবে ১৪ ডলার ৯০ সেন্ট।

ইউটিলিটি বিল ছাড়াও চাইল্ড কেয়ার ও শিক্ষাঋণ পরিশোধ বাবদও খরচ বাড়বে নিউইয়র্কবাসীদের।


0 মন্তব্য

মন্তব্য করুন