বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফীকে গত বুধবার সম্মানজনক এই পদ দেয়ার তথ্য জানানো হয়।
মাশরাফীসহ এ বছর এমসিসির আজীবন সদস্যপদ পেয়েছেন ১৯ জন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমসিসি জানায়, সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ১৭ জন সাবেক ক্রিকেটার এবং ক্রিকেটের সঙ্গে জড়িত দুজন ব্যক্তিত্ব আছেন।
এমন সম্মাননায় অভিভূত মাশরাফী বিন মোর্ত্তজা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি লিখেছেন, ‘এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়া আমার ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি। মহেন্দ্র সিং ধোনি, কেভিন পিটারসেন, যুবরাজ সিং, ডেল স্টেইন, রস টেইলর, ওয়েন মর্গ্যানের মতো গ্রেটদের সঙ্গে এই তালিকায় থাকতে পারা আনন্দের। বাংলাদেশের ক্রিকেটের জন্যও এটি স্বীকৃতি। সবার কাছে দোয়াপ্রার্থী, যেন সামনেও বাংলাদেশ ক্রিকেটের সম্মান ও মর্যাদা ধরে রাখতে পারি।’
এমসিসির তালিকায় বাংলাদেশের মাশরাফী ছাড়া ভারত ও ইংল্যান্ড থেকে পাঁচ জন করে, নিউ জিল্যান্ড থেকে দুই জন এবং অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা থেকে এক জন করে আছেন।