বিদ্যালয়টির অবস্থান গায়ানার রাজধানী জর্জটাউন থেকে ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দক্ষিণের মাহদিয়ায়।
সিএনএন জানায়, মৃতদের সবাই শিক্ষার্থী কি না পরিষ্কার নয়, তাদের মধ্যে শিক্ষক ও স্কুলকর্মীও থাকতে পারেন। তবে বিবিসি ও আলজাজিরার প্রতিবেদন অনুসারে, প্রাণ হারানো সবাই শিক্ষার্থী।
আগুন লাগার ঘটনা ঘটে সোমবার মধ্যরাতে।
গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলী বলেন, ‘এটি একটি বড় বিপর্যয়। এটি ভয়াবহ, এটি বেদনাদায়ক। আমরা অনেক কোমলমতিকে হারিয়েছি। মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ২০ এ পৌঁছেছে।’
প্রেসিডেন্টের বরাতে বার্তাসংস্থা এফপিকে জানায়, আগুন লাগার ঘটনা মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। ঘটনার আপডেটের দিকে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।
হোম অ্যাফেয়ারস মিনিস্টার রবসন বেন ঘটনাস্থলে রয়েছেন। প্রধানমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা করেছেন।
আহতদের চিকিৎসায় রাজধানীতে দুটি বড় হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। কয়েকজন আহতকে সেখানে ভর্তিও করা হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজনে বিমানবন্দরে মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে।