বিশ্বের উষ্ণতমস্থান বলে স্বীকৃত ক্যালিফোর্নিয়ার নেভাডা সীমান্তের মরুভূমি ডেথ ভ্যালিতে নানা প্রান্ত থেকে যাচ্ছেন পর্যটকরা।
বেশিরভাগ পর্যটক অবশ্য খুব বেশি দূরে যেতে পারছেন না। প্রচণ্ড গরমে কিছুটা ঘুরে আবারও নিজেদের শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে ফিরছেন তারা।
চলতি সপ্তাহে ডেথ ভ্যালির তাপমাত্রা ১৩০ ফারেনহাইটের বেশি পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাতে তাপমাত্রা ৯০ এর বেশি হবে বলে আশা করা হয়। ডেথ ভ্যালিতে ১৯১৩ সালে সর্বোচ্চ তাপমাত্রা ১৩৪ ফারেনহাইট রেকর্ড করা হয়েছিল।
ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক প্রত্যককে সতর্ক থাকার ওপর গুরুত্ব দেয়। রেঞ্জাররা পার্কের রাস্তায় সারাক্ষণ টহল দেন। যাতে কেউ অসুস্থ হয়ে গেলে কিংবা কেউ রাস্তা হারিয়ে ফেললে তারা সাহায্য করতে পারেন।
ডেথ ভ্যালিতে বছরে ১.১ মিলিয়নেরও বেশি পর্যটক হয়। এর পাঁচ ভাগের এক ভাগই জুন, জুলাই ও আগস্ট মাসে ঘুরতে আসে।
পার্ক সার্ভিসের ওয়েবসাইট অনুযায়ী, ডেথ ভ্যালি ২৮২ ফুট (৮৬ মিটার) একটি সরু অববাহিকা। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে নিচু তবে খাড়া পর্বতমালার মধ্যে অবস্থিত।
স্থানটি এত গরম হওয়ার পরেও এর এমন কিছু দৃশ্য আছে যা পর্যটকদের আকৃষ্ট করে।