ইউক্রেইনের প্রেসিডেন্ট ভ্লাদিমির যেলেনস্কির অফিস যেলেনস্কির সঙ্গে শুক্রবার গ্র্যাহামের বৈঠকের একটি ভিডিও প্রকাশ করেছে।
এতে শোনা যায়, রাশিয়ায় ইউক্রেইনের হামলার সমর্থন জানিয়ে গ্র্যাহাম বলছেন, ‘ইউক্রেইনের হামলায় রাশিয়ান নাগরিক মারা যাচ্ছে।’
ইউক্রেইনকে সর্বোচ্চ সামরিক সহায়তা দিয়ে অ্যামেরিকার ‘শীর্ষ অবস্থানে’ থাকার দাবিও করেন তিনি।
গ্র্যাহাম বলেন, ‘অ্যামেরিকার মতো অর্থ ও সামরিক সাহায্য দিয়ে আর কেউ ইউক্রেইনকে সহযোগিতা করেনি।’
গ্র্যাহাম বৈঠকের বিভিন্ন অংশে এসব মন্তব্য করেন। তবে যেলেনস্কির অফিস এডিট করে সব মন্তব্য নিয়ে একটি ছোট ভিডিও প্রকাশ করেছে।
আর এরপর থেকেই রাশিয়ার তোপের মুখে পড়েছেন গ্র্যাহাম।
ক্রেমিলিনের মুখপাত্র ডিমিট্রি পেস্কভ বলেন, ‘এমন সেনেটর থাকার চেয়ে একটি দেশের জন্য বড় কোনো লজ্জা কল্পনা করা কঠিন।’
রাশিয়ায় ফৌজদারি অপরাধের শীর্ষ তদন্ত সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি গ্র্যাহামের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
দেশটির ইন্টেরিয়র মিনিস্ট্রি তাদের অফিশিয়াল ‘ওয়ান্টেড ক্রিমিনাল’ তালিকাতেও গ্র্যাহামের নাম যোগ করেছে।