কান ফেস্টিভ্যালের পর ইটালি সফরে আছেন স্করসেসি। ভ্যাটিকানে স্ত্রী হেলেন মরিসকে নিয়ে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেন স্করসেসি।
ভ্যাটিকানে শনিবার রোমের ‘দ্য গ্লোবাল অ্যাসথেটিকস অফ দ্য ক্যাথলিক ইমাজিনেশন’ কনফারেন্সে যোগ দেন স্করসেসি। সভা শেষে সাংবাদিকদের বলেন, ‘পোপের আবেদনে সাড়া দিয়ে যিশুকে নিয়ে একটি চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছি।’
এর আগে, ১৯৮৮ সালে যিশুর জীবন নিয়ে ‘দ্য লাস্ট টেম্পটেশন অফ ক্রাইস্ট’ নামের সিনেমা বানিয়েছিলেন অস্কারজয়ী এ পরিচলক। যিশুর চরিত্রে সিনেমাটিতে অভিনয় করেন উইলেম ডেফো।
বক্স অফিসে হিট করলেও, কট্টরপন্থী খ্রিষ্টান গ্রুপগুলো সিনেমাটির ব্যপক সমালোচনা করে।
৮০ বছর বয়সী স্করসেসি বর্তমানে ব্যস্ত তার সবশেষ সিনেমা ‘কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন’ এর প্রচারণা নিয়ে। লিওনার্ডো ডি ক্যাপ্রিও ও রবার্ট ডি নিরো অভিনীত সিনেমাটি কান ফেস্টিভ্যালে মুক্তি পাওয়ার পর বোদ্ধাদের নজর কেড়েছে।
অ্যামেরিকান থিয়েটারগুলোতে এটি মুক্তি পাচ্ছে ৬ অক্টোবর।