কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লোরিডা-জর্জিয়া লাইনের ইন্টারস্টেইট নাইনটি ফাইভের কাছে একটি এসইউভি গাড়ির মারাত্মক ধাক্কায় ১০, ১২ ও ১৪ বছর বয়সী তিন শিশু নিহত হয়েছে।
ওই একই পরিবারের ১৪ বছর বয়সী এক ছেলে ও ৫৩ বছর বয়সী এক নারীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ওই পরিবারের ২৪ বছর বয়সী আরও এক সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
ট্রুপার্সের দাবি, দুর্ঘটনাকবলিত পরিবার ফ্লোরিডা-জর্জিয়া হাইওয়েতে অজ্ঞাত কারণে তাদের গাড়ির গতি কমিয়ে দিলে এসইউভিটি ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা আরোহীদের তিন জন নিহত ও তিন জন আহত হয়েছেন। এসইউভি গাড়িটি সাফোল্ক কাউন্টির। এটি পরে পালিয়ে যায়।
তদন্তকারীরা জানান, এসইউভির চালক হয়ত সুস্থ আছেন। নইলে তিনি গাড়ি নিয়ে পালিয়ে যেতে পারতেন না।