অ্যাটলান্টায় হাসপাতালে গুলি: সন্দেহভাজন হামলাকারী গ্রেফতার

টিবিএন ডেস্ক

মে ৪ ২০২৩, ১৮:৫৭

অভিযুক্ত ‘খুনি’ মানসিক বিকারগ্রস্থ ছিলেন। ছবি: সংগৃহীত

অভিযুক্ত ‘খুনি’ মানসিক বিকারগ্রস্থ ছিলেন। ছবি: সংগৃহীত

  • 0

জর্জিয়ার অ্যাটলান্টার একটি হাসপাতালে গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার আট ঘণ্টা পর কব কাউন্টির একটি কন্ডোনিয়াম থেকে ডেইওন প্যাটারসনকে হেফাজতে নেয়া হয়।

অ্যাটলান্টার নর্থসাইড হসপিটালে বুধবার দুপুরে গুলির ঘটনা ঘটে। এতে প্রাণ হারান সেন্টার ফর ডিযিয কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) কর্মী ৩৮ বছরের অ্যামি এসটি পিয়ের। গুলিবিদ্ধ হয়ে গ্র্যাডি মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন চার জন।

কোব কাউন্টির পুলিশ চিফ স্টুয়ার্ট ভ্যানহুযার বুধবার রাতে ব্রিফিংয়ে জানান, লাইসেন্স প্লেট-রিডিং ক্যামেরায় পুলিশ প্যাটারসনের অবস্থান অ্যাটলান্টার ব্রেভসের বলপার্কের কাছাকাছি দেখতে পেলে একজন আন্ডারকভার অফিসার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

সিবিএস নিউয জানায়, বুধবার দুপুরে নর্থসাইড হাসপাতালে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছিলেন প্যাটারসন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে হ্যান্ডগান বের করে তিনি গুলি করেন। সেখান থেকে বের হয়ে কাছের একটি গ্যাস স্টেশন থেকে ট্রাক চুরি করে পালিয়ে যান। 

প্যাটারসনের মায়ের বরাতে সিবিএস নিউয জানায়, অভিযুক্ত ‘খুনি’ মানসিক বিকারগ্রস্থ ছিলেন।

তাকে ইউএস কোস্টগার্ড থেকে ২০২৩ সালের জানুয়ারিতে অব্যাহতি দেয়া হয়েছিল। 

সহকর্মী নিহত হওয়ার ঘটনায় সিডিসির এক মুখপাত্র সিবিএস নিউযকে বলেন, ‘এ মৃত্যুতে সিডিসি গভীরভাবে শোকাহত। তার পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি আমাদের সহানুভূতি রইল।’


0 মন্তব্য

মন্তব্য করুন