আমাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে: মিলার

টিবিএন ডেস্ক

জুলাই ৫ ২০২৩, ০:২৬

এজরা মিলার। ছবি: অ্যাক্সেল

এজরা মিলার। ছবি: অ্যাক্সেল

  • 0

হয়রানি মামলা থেকে অব্যাহতির পর হলিউড অভিনেতা এজরা মিলার দাবি করেছেন মামলাটিতে তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছিল।

গত বছর মিলারের বিরুদ্ধে এক নারী ও তার ১২ বছরের সন্তানের সঙ্গে অনুপযুক্ত আচরণের অভিযোগ আনা হয়। আদালত পরিবারটির পক্ষে হয়রানি প্রতিরোধের আদেশ দেন।

তবে শুক্রবারের রায়ে এক বিচারক বলেন, আদেশটির মেয়াদ ১ জুলাই শেষ হয়ে যাওয়ায় তা প্রত্যাহার করা হয়েছে।

সুপারহিরো ফ্ল্যাশের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া মিলার শনিবার ইন্সটাগ্রামে লিখেছেন, ‘আমি এ ফল নিয়ে সন্তুষ্ট। যারা আমার পাশে ছিলেন ও প্রতিরক্ষামূলক আদেশ ব্যবস্থার এই মারাত্মক অপব্যবহার বন্ধ নিশ্চিত করার চেষ্টা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

মনোযোগ আকর্ষন বা ট্যাবলয়েড খ্যাতি অথবা ব্যক্তিগত প্রতিশোধ নেয়ার অস্ত্র হিসেবে এ অভিযোগকে যারা ব্যবহার করেছেন তাদের কঠোর সমালোচনা করেন মিলার।

মিলার বলেন, ‘তারা এমন এক ব্যক্তিকে দিয়ে এ অভিযোগ করেছেন যার এই ধরনের ধ্বংসাত্মক কার্যক্রমের ইতিহাস রয়েছে।’

এর আগে মিলারের আইনজীবী তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো খণ্ডন করেন ও দাবি করেন, ‘মিলার শিশুটির সঙ্গে একা ছিলেন না। দুটি সংক্ষিপ্ত সাক্ষাতের বাইরে কখনও শিশুটির সঙ্গে তার যোগাযোগ হয়নি। সে সময় প্রাপ্তবয়স্কদের উপস্থিতি ছিল।’

সংবাদমাধ্যমকে মিলার বলেন, ‘আমি মিডিয়ার সেই সদস্যদের অনুরোধ করছি যারা বেপরোয়াভাবে মিথ্যা দাবি ছড়িয়েছে ও এর সত্যতা ও প্রেক্ষাপট সঠিকভাবে রিপোর্ট করতে ব্যর্থ হয়েছে। নিজেদের উচ্চ মান ধরে রাখতে ও ক্লিকের পিছনে না ছুটে আপনারা সত্য খুঁজে বের করুন ।’


0 মন্তব্য

মন্তব্য করুন