তুমুল বৃষ্টিতে ডুবেছে সাউথ ফ্লোরিডার ব্রোওয়ার্ড কাউন্টির কয়েকটি শহরের রাস্তা। বন্ধ হয়ে গেছে বিমানবন্দর ও ব্রোওয়ার্ড কাউন্টি অঞ্চলের কমিউটার রেল সার্ভিস। এই অঞ্চলে এমন বৃষ্টিপাত বিরল বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
সিএসবি নিউজে বলা হয়েছে, সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফোর্ট ল্যাওডেরড্যাল শহরে। পানি সরে না যাওয়া পর্যন্ত শহরের লোকজনকে রাস্তায় বের হওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করেছে সিটি অফ ফোর্ট ল্যাওডেরড্যাল।
সংস্থার দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘বিভিন্ন জায়গায় লোকজনকে সহায়তার জন্য সার্ভিস দিচ্ছে পুলিশ ও ফায়ার রেসকিউ। পানি নিষ্কাশনে আমাদের কর্মীরা ড্রেইন পরিষ্কারের পাশাপাশি পাম্পও ব্যবহার করছে।‘
ন্যাশনাল ওয়েদার সার্ভিস বুধবার ফোর্ট লাওডেরড্যাল ও আশপাশের শহরগুলোতে ফ্ল্যাশ ফ্লাড ইমার্জেন্সি জারি করেছিল। সতর্কতায় সংস্থাটি বলেছিল, ‘এখানে প্রাণঘাতি পরিস্থিতি তৈরি হয়েছে। উঁচু এলাকায় আশ্রয় খুঁজতে হবে এখনি।‘
তবে বৃহস্পতিবার সকালে জরুরি অবস্থা তুলে নেয়া হয়।
বন্যায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সিএনএনের খবরে বলা হয়েছে, সাউথ ফ্লোরিডায় এরকম মুষুলধারে বৃষ্টি হাজার বছরে একবারই হয়। মিয়ামির ন্যাশনাল ওয়েদার সার্ভিস অফিস জানিয়েছে, ফোর্ট ল্যাওডেরড্যালে বুধবার দুপুরে ১৪ থেকে ২০ ইঞ্চি বৃষ্টি হয়েছে।
মেটেওরোলজিস্ট অ্যন টোরেন-ভ্যাযকুয়েয বলেন, ’২৪ ঘণ্টায় এই পরিমাণ বৃষ্টিপাত সাউথ ফ্লোরিডায় বিরল।‘
তিনি জানান, বৃষ্টি বৃহস্পতিবার কমে গেলে। তবে পানি জমে থাকায় বেশ কিছু সড়ক বন্ধ রাখা হয়েছে।
ফোর্ট ল্যাওডেরড্যালের পাশের শহর হলিউডও বৃষ্টিতে ডুবেছে। সেখানকার মেয়র জস লেভি বলেন, ‘আমাদের এখানে কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। তবে বুধবার রাত থেকে ১২ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বেশ কিছু রাস্তা ডুবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বেশ কিছু গাড়ি এদিক-সেদিক আটকা পড়েছে। লোকজন গাড়ি রাস্তায় ফেলে রেখেই সরে গেছেন।‘
মেয়র জানান, এরকম বন্যা হলিউড শহরে তিনি কখনও দেখেননি।