হালিস্কো স্টেইটের প্রসিকিউটর অফিস বলেছে, ‘প্রাথমিক তদন্তে মে মাসের ২০ থেকে ২২ তারিখের ভেতর নিখোঁজ হওয়া সাত জন কল সেন্টারের কর্মীর শারীরিক বৈশিষ্ট্যের সঙ্গে ব্যাগে থাকা দেহাবশেষের অঙ্গ-প্রত্যঙ্গের মিল পাওয়া গেছে।’
প্রসিকিউটর লুইস হ্বকিন মেন্ডেয রুইয জানান, গিরিখাতের খাড়া ঢালের গভীরে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের কাটা অংশ ব্যাগে ভরা অবস্থায় তারা উদ্ধার করেছেন।
তবে ফরেন্সিক এক্সপার্টরা এখনো দেহাবশেষগুলো ঠিক কতজনের ও তাদের পরিচয় কী তা নিশ্চিত করেননি।
নিখোঁজ কর্মীদের পরিবারের তথ্য অনুযায়ী, হালিস্কো ইন্সটিটিউট অফ ফরেন্সিক সায়েন্সেস দেহাবশেষগুলো চিহ্নিত করার কাজ করছে।
সরকারি তথ্য অনুযায়ী, মেক্সিকোতে এখনও ১০০ হাজার ম্যাক্সিকান ও অভিবাসী নিখোঁজ আছেন। হালিস্কো স্টেইটে ২০১৮ সাল থেকে এ পর্যন্ত ১ হাজার ৫ শরও বেশি নিখোঁজ নাগরিক ও অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে।