ধর্ষণের চেষ্টায় বাবার ৪০ বছরের সাজা

টিবিএন ডেস্ক

মে ২৭ ২০২৩, ২২:১৮

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • 0

অপ্রাপ্তবয়ষ্ক কন্যাকে যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় জর্জিয়ার ডগলাস কাউন্টির এক ব্যক্তিকে ৪০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

৪৭ বছর বয়সী পিয়েরে ল্যাংকে ধর্ষণের চেষ্টা, যৌন উত্তেজক সামগ্রী ব্যবহার, পায়ুকাম ও অজাচারের অভিযোগে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করে আদালত।

ডগলাস ডেপুটি কাউন্টি অফিস ১৬ এপ্রিল যৌন নিপীড়নের ঘটনাটির তদন্ত শুরু করে।

মেয়েটি এক তদন্তকারীকে জানান, ল্যাং তাকে বাজে স্পর্শ করতেন এবং তাকেও স্পর্শ করতে বাধ্য করতেন। প্রচণ্ড ক্লান্তির কথা জানানোর পরে তিনি যৌন হয়রানি বন্ধ করেন। 

ল্যাং চলে যাওয়ার পর মেয়েটি তার মোবাইল নিয়ে বাড়ি থেকে পালিয়ে আসে এবং নির্যাতনের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। 

মামলার রায়ে বিচারক ল্যাংকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, তবে তাকে সব মিলিয়ে ৪০ বছর কারাগারে থাকতে হবে। 


0 মন্তব্য

মন্তব্য করুন