ইইউ যুদ্ধ বিধ্বস্ত প্রতিবেশী ইউক্রেইনের সঙ্গে সংহতি প্রকাশে ২০২২ সালে ইউক্রেইনের কৃষি পণ্য আমদানিতে শুল্ক স্থগিত করে। তবে এর ফলে পূর্ব ইউরোপের দেশগুলোতে স্থানীয় কৃষি পণ্যের বাজার ইউক্রেইনের পণ্যে সয়লাব হয়ে যায়।
এমন পরিস্থিতিতে নিজেদের কৃষিপণ্যের বাজার ও দাম ধরে রাখতে ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি দেশ বুলগেরিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া ও স্লোভাকিয়া গত এপ্রিলে কিয়েভ থেকে আমাদানি করা কৃষিপণ্যে আমাদানি শুল্ক পুনর্বহাল করে।
এই চুক্তির মেয়াদ সোমবার শেষ হওয়ার পর ইউক্রেইনের কৃষিপণ্যে আমদানি শুল্ক ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো।
মূলত শস্য মৌসুমে লজিস্টিক সুবিধা ও শস্য ভাণ্ডারের অপ্রতুলতার কারণে ইউক্রেইন থেকে চারটি কৃষি পণ্য আমদানিতে শুল্ক বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে বুলগেরিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া ও স্লোভাকিয়া।
এই শস্যগুলো হলো গম, ভুট্টা, রাইসরিষা ও সূর্যমুখী বীজ।