অ্যামেরিকার এক কর্মকর্তা জানিয়েছেন, সফরে চায়নার ইন্টেলিযেন্স এযেন্সির সঙ্গে বার্নস বৈঠক করেন।
বার্নসের এই সফরের কথা প্রকাশ্যে আনে বৃটিশ দৈনিক দ্য ফিনান্সিয়াল টাইমস।
দুই বৈশ্বিক শক্তির সম্পর্কের মধ্যকার অস্থিরতার প্রেক্ষাপটে ওয়াশিংটন ও বেইজিংয়ের উত্তেজনা শীতল করার চেষ্টায় বার্নসের এই চায়না সফর বলে ধারণা করা হচ্ছে।
একজন অ্যামেরিকান কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে শুক্রবার বলেন, ‘গত মাসে ডিরেক্টর বার্নস বেইজিং সফর করেছেন। তিনি চায়নার সমকক্ষদের সঙ্গে দেখা করেছেন। তিনি গোয়েন্দা তথ্যের জন্য ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার যোগাযোগ উন্মুক্ত রাখার ওপর জোর দিয়েছেন।’
তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, বার্নস চায়নার ইন্টেলিযেন্স কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও তিনি বেইজিংয়ের কোনো রাজনৈতিক কিংবা পররাষ্ট্র নেতার সঙ্গে আলোচনা করেননি।
সাধারণত, সংবেদনশীল পরিস্থিতিতে সিআইএর কোনো শীর্ষ কর্মকর্তার যেকোনো সফর গোপন রাখা হয়।
বার্নসের অঘোষিত চায়না সফর নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সিআইএ।