ক্যানাডায় বন্যায় নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার

টিবিএন ডেস্ক

জুলাই ২৫ ২০২৩, ২২:২৯

নোভা স্কশিয়ায় বন্যায় ভাসছে গাড়ি। ছবি: সংগৃহীত

নোভা স্কশিয়ায় বন্যায় ভাসছে গাড়ি। ছবি: সংগৃহীত

  • 0

কানাডার নোভা স্কশিয়ায় প্রোভিন্সে ভয়াবহ বন্যায় নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করেছে উদ্ধারকারীদল। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ নিশ্চিত করেছে সোমবার পাওয়া মৃতদেহটি নিখোঁজ শিশুর মরদেহ।

গত শুক্রবার থেকে শুরু হয়ে শনিবার পর্যন্ত চলা ধারাবাহিক বজ্রসহ বৃষ্টিপাতে প্রোভিন্সের বিভিন্ন অংশে ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পুরো প্রোভিন্সে। প্রোভিন্সের কর্মকর্তারা জানিয়েছেন, ছয়টি সেতু ভেঙে গেছে ও ১৯টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত ৫০টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

একটি গাড়িতে তিনজন লোকের সঙ্গে দুইটি শিশু ছিল। বন্যায় গাড়ি ডুবে যাওয়ার সময় বাকিরা বের হয়ে আসতে পারলেও শিশু দুইটি নিখোঁজ হয়।

পুলিশ সোমবার জানিয়েছে, হ্যালিফ্যাক্সের উত্তর-পশ্চিমে ব্রুকলিন, এনএস-এর প্রধান অনুসন্ধান এলাকায় দুই শিশু ছাড়াও তারা ৫২ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।

পুলিশ এখনও নিখোঁজ চতুর্থ ব্যক্তিকে খুঁজছে যাকে তারা ১৮ বছরের কম বয়সী যুবক হিসাবে বর্ণনা করেছে।

হারিকেন বেথ হ্যালিফ্যাক্স অঞ্চলে ১৬ আগস্ট, ১৯৭১ সালে আঘাত করার পর থেকে এখন পর্যন্ত এত বৃষ্টিপাত দেখেনি নোভা স্কশিয়া। যদিও এ ব্যাপারে সরকারি কোন তথ্য নেই বা কোন রকম রেকর্ড পাওয়া যায় নি।


0 মন্তব্য

মন্তব্য করুন